ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বাবরি মসজিদ পুনঃনির্মাণের ডাক SDPI এর

আসিফ আলম, বহরমপুর :ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ন্যায় বিচারের দাবি নিয়ে বিগত এক মাস ধরে সারা ভারতবর্ষ ব্যাপী প্রচার অভিযান ও সেমিনার করে চলেছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া। তারই অঙ্গ হিসেবে গতকাল জঙ্গিপুর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো আরও একটি বিরাট সেমিনার।

    উপস্থিত ছিলেন সোস্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি ও জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থী তায়েদুল ইসলাম।
    তিনি বলেন বাবরি মসজিদের ন্যায় বিচারের জন্য SDPI সারা দেশে প্রচার চালিয়ে আসছে এবং জনগণকে এ ব্যাপারে অবগত করানো হচ্ছে। তিনি জঙ্গিপুর এলাকার উন্নয়নের ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বলেন মুর্শিদাবাদে উন্নয়ন হয়েছে বলে দাবি করলেও কিন্তু প্রকৃত অর্থে যে উন্নয়ন হল শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থান এ ব্যাপারে রাজ্যের মধ্যে পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদে কোন উন্নয়ন হয়নি । এখনো মুর্শিদাবাদে সাড়ে তিনশ মাধ্যমিক স্কুল প্রয়োজন রয়েছে এবং আট খানা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন রয়েছে ।এখনও একটিও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। এ ব্যাপারে কোন রাজনৈতিক দলের নেতার মুখে কোন কথা শোনা যাচ্ছে না শুধু এখানকার মানুষের ভোট নিয়ে রাজনীতি করে করে চলেছে।

    এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি মোঃ সাহবুদ্দিন। উপচে পড়া জনতার ভিরে তিনি বলেন বাবরি মসজিদ সম্পূর্ণ আইন ও সংবিধান কে সামনে রেখে প্রতিষ্ঠিত করা হয়েছিল। তিনি আরো বলেন বাবরি মসজিদকে ন্যায় বিচার দিতে বাবরি মসজিদের জায়গাতেই তাকে প্রতিষ্ঠা করতে হবে। যতদিন পর্যন্ত ন্যায় বিচার না পাবে ততদিন পর্যন্ত আমরা আমরা আন্দোলন করেই যাবো।

    এছাড়াও উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক ড: মিনারুল ইসলাম, বন্দিমুক্তি কমিটির রাজ্য কমিটির সদস্য জনাব বিশ্বনাথ মণ্ডল সহ মাসুদুল ইসলাম ওঅন্যান্য নেতৃবৃন্দ ।