|
---|
সুবিদ আলি মোল্লা, নতুন গতি : সদ্য প্রকাশিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে জেলার স্কুলের জয় জয় কার। এক্ষেত্রে মিশনারী স্কুল গুলিও
পিছিয়ে নেই। উচচ মাধ্যমিকে আল আমীন মিশনের মত রহমতে আলম মিশনও উজ্জ্বল স্বাক্ষর রেখেছে এবার।
রহমতে আলম মিশন থেকে এবার সর্বোচ্চ নাম্বার পেয়েছে রহিত মণ্ডল(467)। অন্য যেসব ছাত্র ও ছাত্রী
উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে তারা হল
সুহানা গুলশান (465),আবুল হাসনত(462) ও তাসনিম নাজিফা(456) । মোট 114 জন 80 শতাংশ এবং 16জন 90 শতাংশ পেয়েছে।