|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে সিআইডির দ্বারা গত 17 তারিখে তিন জন ছাত্রকে গ্রেফতার করে। সাইবার ক্রাইম এর বিভিন্ন ধারা দেওয়া হয়, গ্রেফতার হওয়ার পরেই বিধান নগর আদালত থেকে সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয় তাদের। আজ পুলিশ রিমান্ডের শেষ দিন ছিল,এদের মধ্যে সাহাবুল আমির মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত, দরিদ্র পরিবারের একমাত্র সন্তান, তার বাবা অসুস্থ ও তার মা বিড়ি শ্রমিক। বিজ্ঞান বিভাগের উচ্চমাধ্যমিকের এই বছরের পরীক্ষার্থী। এমত অবস্থায় কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তৎসহ সমাজসেবী মোফাক্কেরুল ইসলাম মানবিক দিক দিয়ে নজির তৈরি করলেন আজ। কলকাতা হাইকোর্টের আইনজীবী মাসুদ করিম, সৈয়দ মুর্শিদ আলম, সিরাজুল হক, সমাদ সাহেব তথা M.K Associate এর অন্যান্য আইনজীবিদের নিয়ে বিধান নগর কোটে সামান্যতম অফিশিয়াল খরচ নিয়ে বিধান নগর আদালতে জজ সাহেবের কাছে জামিন মঞ্জুরের আবেদন জানান। জামিন মঞ্জুরের আবেদন সন্তুষ্ট হয়ে আদালত তাদের পরীক্ষার কথা মাথায় রেখে এবং তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে জামিনে মুক্ত করেন। শাহাবুলের মা এর বক্তব্য “হাই কোর্টের আইনজীবীরা এতটা মানবিক হতে পারে আমার কল্পনার বাইরে ছিল, আমরা আমাদের পরিবার সহ এলাকাবাসীর পক্ষ থেকে মোফাক্কেরুল বাবু সহ অন্যান্যদের ধন্যবাদ এর সাথে সাথে উনাদের সাফল্যময় জীবন কামনা করি,, অপরদিকে আইনজীবী মফাক্কেরুল সাহেব বলেন,, আমরা প্রতিদিনই বিভিন্নভাবে পেশাগত দিক দিয়ে উপার্জন করে থাকি, একজন শিক্ষিত দেশের নাগরিক হিসেবে শিক্ষার মর্যাদা মাথায় রেখে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি প্রয়াস, আগামী দিনে শুধু সাহাবুল নয় অন্যান্য পয়সার অভাবে বিচার থেকে বঞ্চিত মানুষদের হয়ে আদালতের সামনে উপস্থিত হব,মাসুদ করিম সাহেব বলেন,, আমাদের প্রয়াস নিঃসন্দেহে রাজ্যের বিভিন্ন জেলার অন্যান্য আইনজীবীগণ অনুপ্রেরণা পাবে।