|
---|
আসমা খাতুন,বর্ধমান : দক্ষিণ দামোদর এক গর্বের জায়গা। সেই জায়গা এবারের মাধ্যমিকে প্রথম ৬৯৩ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমানের রায়নার কুকুরা গ্রামের রৌনক মণ্ডল। দশম স্থান অর্জন করেছে দক্ষিণ দামোদরের রায়নার বুজরুক দিঘি উচ্চ বিদ্যালয়ের সেখ আজাদ । রৌনক বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র, স্বাভাবিক ভাবেই এমন রেজাল্টে উচ্ছ্বসিত রৌনক।উল্লেখ্য, বর্ধমান শহরের বাসিন্দা রৌনক মন্ডল। তাঁর বাবা প্রাথমিক স্কুলের শিক্ষক ও মা গৃহবধূ। জানা যায়, রৌনক ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী। ডাক্তার হওয়া ছিল তাঁর স্বপ্ন। এই স্বপ্নকে ব্রত করেই জীবনের প্রথম বড় পরীক্ষায় শীর্ষস্থানে যাওয়া লক্ষ্য ছিল তাঁর। রৌনক জানায়, ‘এতটা ভালো ফল আশা করিনি। ভেবেছিলাম এক থেকে দশের মধ্যে মেধাতালিকায় নাম থাকবে’। পাশাপাশি জানায়, পড়াশোনার জন্য নির্দিষ্ট সময় ছিল না তাঁর। বাবা – মা, স্কুলের সমস্ত শিক্ষক, প্রাইভেট টিউটর তাঁর এই সাফল্যে যথেষ্ট সহযোগিতা করেছে বলে জানায় রৌনক। তাঁর এই সাফল্যে খুশি বর্ধমান সিএমএস হাই স্কুলের সমস্ত শিক্ষকেরা।
রৌনকের বাবা তাঁর ছেলের এই সাফল্যের খুশিতে জানান, ‘ছেলের পড়ার নির্দিষ্ট সময় ছিল না। কখনও রাত ১২টা পর্যন্ত পড়ত তো কখনও রাত ৯টার মধ্যেই পড়া শেষ করে যেত। তবে ছোট থেকেই স্কুলে প্রথম অথবা দ্বিতীয় স্থানের মধ্যেই থাকত রৌনক’। এবার মাধ্যমিক পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করায় স্বভাবতই খুশির হাওয়া বর্ধমানের মণ্ডল পরিবারে।
অন্যদীকে চাষী পরিবারের ছেলে সেখ আজাদ রাজ্যে দশম স্থান অর্জন করায় স্কুলে প্রধান শিক্ষক সুভাষ চক্রবর্তী ব্যাপক খুশি । স্কুলে উচ্চ মাধ্যমিক নেই এই জন্য সেখ আজাদ খুবই মর্মাহত । স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চক্রবর্তী বলেন উচ্চ মাধ্যমিক স্কুল করার জন্য সরকারের কাছে দরবার করেছি দেখা যাক কি হয় ।