অরণ‍্যের অধিকার যাত্রা

সংবাদদাতাঃ আগামী ২২শে ও ২৩শে ডিসেম্বর মেদিনীপুর থেকে লালগড় আমরা পরিবেশের জন‍্য হাঁটছি। আপনারা সকলেই জানেন জঙ্গলমহলে প্রতিদিন একে একে সব জঙ্গল পরিস্কার হয়ে যাচ্ছে। একটু একটু করে জঙ্গল চুরি হয়ে যাবার সঙ্গে সঙ্গে জঙ্গলে বসবাসকারী মানুষ পশুপাখি ও গাছপালা একদিকে যেমন তাদের বাসস্থান হারাচ্ছে অন‍্যদিকে জঙ্গলের অধিকার‌ও। জঙ্গল রক্ষার জন‍্য বনবিভাগ আজ পুরোপুরি ব‍্যর্থ। নিন্দুকেরা বলেন জঙ্গল ধ্বংসে বনবিভাগ‌ই অন‍্যতম দায়ী। ইতিমধ‍্যে বনের অধিকার আইন ও অন‍্যান‍্য কিছু আইন প্রণয়ন হলেও সে বিষয়ে বনবাসী মানুষেরা সম্পূর্ণ অন্ধকারে।

    এই মুহূর্তে জঙ্গল রক্ষা , জঙ্গলের অধিবাসীদের বাসস্থান ও অধিকার রক্ষার জন‍্য সর্বাত্মক সচেতনতা কর্মসূচি জরুরি। সেই কর্মসূচির অংশ হিসেবে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। ২২শে ডিসেম্বর সকালে মেদিনীপুর স্টেশন থেকে পদযাত্রা শুরু হবে , ২৩শে ডিসেম্বর বিকেলে পদযাত্রা শেষ হবে লালগড়ে। সকল পরিবেশপ্রেমী মানুষদের কাছে আমরা আবেদন রাখছি এই পদযাত্রায় সামিল হয়ে জঙ্গল ও তার অধিবাসী মানুষ , পশু , পাখি ও গাছপালার সঙ্গে থাকুন। যোগাযোগ : সঞ্জিত কাষ্ঠ – 8768255782,কল্লোল রায় – 933103555৷