|
---|
নিজস্ব সংবাদদাতা : হুগলী জেলার খানাকুল থানার মাইনান নাবাবিয়া মিশনে এদিন একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মূলত বাঁকুড়া জেলার বৈতল গ্রামের আব্দুর রাজ্জাক নাবাবিয়া মিশন এর ছাত্র এবছর উচ্চ ৪৮১ নাম্বার পেয়ে রাজ্যে একটি স্থান অর্জন করেছে ও নবাবিয়া মিশন এর মুখ উজ্জ্বল করেছে এবছর নাবাবিয়া মিশনে পরীক্ষার্থী ছিল ৪৭ জন স্টার পেয়েছে ৪১ জন ৯০ শতাংশের ঊর্ধ্বে পেয়েছে ১৫ জন আব্দুর রাজ্জাক ২০১৫ সালে মিশনে অষ্টম শ্রেণীতে ভর্তি হয় বাবা-মা কেউই নাই দাদু দাদী নানা নানী পৃথিবীতে আপন বলতে একটিমাত্র মামা আছে তারও ব্রেনের সমস্যা আব্দুর রাজ্জাক ডাব্লুবিসিএস পরীক্ষা দিতে চাই বর্তমান কলেজে এডমিশন হচ্ছে তার সম্পূর্ণ দায়িত্ব নাবাবিয়া মিশন হাতে নেন এবং বিভিন্ন ব্যক্তিদের সহযোগিতা নেবেন সর্বোপরি মোস্তাক হোসেন সাহেবের আর্থিক সাহায্যে আব্দুর রাজ্জাক পড়াশোনা করেছে প্রফেসর রমজান মন্ডল সাহেবের সহযোগিতাও আছে পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড কর্ণধার জিডি চ্যারিটেবল সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব মোশতাক হোসেন সাহেবের এই ধরনের ছাত্র-ছাত্রীদের পাশে সর্বদায় দাঁড়ান এদিন আব্দুর রাজ্জাকের হাতে পুরস্কার তুলে দেন খানাকুল থানার সাব-ইন্সপেক্টর মাননীয় নির্মল কুমার কর মহাশয় বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব জুনায়েদ হক চৌধুরী হুগলি রুরাল পুলিশ সাব ইন্সপেক্টর আরিফুল আনোয়ার সমাজসেবী শেখ জাহির উদ্দিন সৈয়দ আলী রেজা নবাবিয়া মিশন এর সম্পাদক শেখ সাহিদ আকবর প্রধান শিক্ষক সেলিম বাদশা হাসান বাসরী সুদীপ্ত ভৌমিক সহ বিশিষ্টজনেরা এদিন সকলেই আব্দুর রাজ্জাককে উৎসাহিত করেন এগিয়ে যাওয়ার জন্য সর্ব রকম সহযোগিতার আশ্বাস দেন।