হাতীবাড়িতে ফেসবুক গ্রুপের উদ্যোগে চারাগাছ রোপণ ও মাস্ক বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: সবুজায়ন ও করোনা সচেতনতার বার্তা সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা,আমারকার গর্ব”-এর উদ্যোগে মঙ্গলবার চারাগাছ রোপণ ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুল ১ নং ব্লকের ওড়িশা-ঝাড়খন্ড সীমান্ত লাগোয়া হাতিবাড়ি এলাকায়। চারাগাছ রোপণের পাশাপাশি এদিন পথচলতি মানুষ ও মাঠেঘাটে কর্মরত থাকা শতাধিক মানুষের মধ্যে মাস্ক ও কিছু হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় এবং করোনা সচেতনতার বার্তা দেওয়া হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন বিশ্বজিৎ পাল,বঙ্কিম চন্দ্র পাল,সবিতা শতপথী,উৎপল জানা, সুদীপ দন্ডপাট,স্বর্ণ শতপথী,সোনুপ ঘোষ,বিষ্ণু পাণি প্রমুখ সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীগণ। উল্লেখ্য এর আগে গোপীবল্লপুরের কুঠিঘাট রামকৃষ্ণ আশ্রমে, সাঁকরাইলের পাটাশোলে গ্রুপের পক্ষ থেকে চারাগাছ রোপণ করা হয়।

     

     

    মেদিনীপুর থেকে গ্রুপের অন্যতম মডারেটর সুদীপ কুমার খাঁড়া জানান,এর আগে কিছুদিন আগে তাঁরা শহীদ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিতে গোপীবল্লভপুরে সুবর্ণরেখার তীরে চারাগাছ রোপণ করেছেন এবং পরিবেশ দিবসের দিন সুবর্ণ রৈখিক এলাকার বিস্তীর্ণ এলাকায় এবং অন্যত্র তাঁদের গ্রুপের সদস্যরা ব্যক্তিগত উদ্যোগে বেশকিছু চারাগাছ রোপণ করেছেন। সুদীপ বাবু আরোও জানান,তাঁরা তাঁদের ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপে যেমন ভাষা ও সংস্কৃতি চর্চা করছেন তেমনি বেশকিছু সমাজসেবা মূলক ও পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচি রূপায়িত করছেন, চারগাছ রোপণের এই কর্মসূচি তারই অংশ।