|
---|
মহ. রহমতুল্লাহ সাগরদিঘী : ২৬ শে জানুয়ারী ২০২০ (রবিবার) প্রতি বছরের ন্যায় এবছরও সাগরদিঘীর কাবিলপুর সাকসেস পয়েন্ট স্কুলের ২য় তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রজাতন্ত্র দিবস উদযাপন, বেলা ১১ টার সময় তাহেরা খাতুনের জাতীয় পতাকা উত্তোলন এবং রহমতুল্লাহ সিঙ্গারের জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন নুরুল ইসলাম, এবং প্রধান অতিথি উপস্থিত ছিলেন মহঃ মুস্তফা শেখ প্রতিষ্ঠাতা- সভাপতি ইউনিভারস্যাল ব্রাদারহুড ইসলামিক অরগানাইজেশন , ১০টি ইভেন্টের মধ্যে যেমন ৫০মি:,১০০মি:, আলু দৌড়, অঙ্ক দৌড়, চামোচ দৌড়, বিস্কুট দৌড় ইত্যাদি প্রতিযোগিতায় অংশ নেয় ছাত্র-ছাত্রীরা আকর্ষণীয় ইভেন্টের মধ্যে ছিল মিউজিক্যাল চেয়ার, অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মিজানুর রহমান,মাসুদ আলোম, সহিদুল্লাহ, আমির হামজা, মনিরুল ইসলাম, সামিম আখতার প্রমুখ, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রহমতুল্লাহ।