স্বেচ্ছায় রক্তদান শিবিরের উপলক্ষে বৃক্ষরোপণ ও অক্সিজেন পার্লার উদ্বোধন।

সাকিব হাসান-সোনারপুর: প্রতিদিন যেখানে আমাদের ১২০-১8০ ইউনিট রক্তের যোগান দিতে হতো সেখানে এখন প্রতিদিনের চাহিদা ৩০০ ইউনিট অতিক্রম করেছে। এবং করোনা সহ বিভিন্ন কারণে কমেছে রক্তের যোগানও। অর্থাৎ রক্তের অভাবের কারণে প্রতিদিন দেশের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। তাই আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর ও রাজপুর পৌরসভা বনহুগলী এক নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং রেহান খান ও ফরিদ সর্দ্দার এর সহযোগিতায় নালগড়া মোড়ে এক রক্তদান শিবির আয়োজন করেন। এই স্বেচ্ছায় রক্তদান শিবির করোনা বিধি মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। শিবিরের মোট ১০০ জনের বেশি রক্ত দাতারা রক্ত দেন। তাছাড়া পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফেরদৌসী বেগম ও জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মন্ডল। একই সাথে অক্সিজেনের চাহিদা মেটাতে জয়েনপুর মোড়ে একটি অক্সিজেন পার্লারে উদ্বোধন করেন।