|
---|
মহঃনাজিম আক্তার, নতুন গতি, মালদা : সৌচাগারের কুয়োতে পড়ে মৃত্যু হলো ২৬ বছরের এক গৃহবধূর ।ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সুলতাননগর জিপির ছত্রক গ্রামে । মৃতের নাম মুস্তারা বিবি।
পরিবার সূত্রে জানা যায়,”বুধবার প্রায় বারোটা নাগাদ নিজের বাড়ির পিছনে মুস্তারা বিবি পুই শাক তুলতে যায়।অন্যান্য দিনের মতো এদিনও সৌচাগারের পাটার ঢাকার উপরে উঠে মাচা থেকে পুই শাক তুলছিলেন। এমন সময় ঢাকনাটি ভেঙে কুয়োতে পড়ে যায় । আশেপাশে দুর্ঘটনাটি কেউ দেখতে না পেয়ে প্রায় অর্ধেক ঘন্টা কুয়োর তোলাই পড়ে থাকে।ছেলের চিৎকারে প্রতিবেশীরা তড়িঘড়ি করে ছুটে আসে ।হরিশ্চন্দ্রপুর দমকল কর্মীদের খবর দেওয়া হয় ।ইতিমধ্যে উদ্ধারের জন্য গ্রামবাসীরা হাত লাগালে দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হয় ।গ্রামবাসীর সহযোগিতায় মুস্তারা বিবিকে উদ্ধার করা হয় ।হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই কুয়োর মধ্যে শ্বাসকষ্ট ও অক্সিজেনের অভাবে গৃহবধূটি মারা যায় ।
সিপিআইএম নেতা তথা সেখ আসমাউল হক ও টিএমসি নেতা তথা জাহেদ আলি জানান, ‘ প্রায় দশ বছর ধরে সৌচাগারটি সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে । লাগাতার কদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে সৌচাগারের পাটা ও ঢাকনাটি নরম হয়ে যাওতেই এই দুর্ঘটনা ।তার এক ছেলে ও এক মেয়ে আছে । ছেলে মুবারক হোসেন (৬) ও মেয়ে গুলাফসানা খাতুন(ছয় মাসের শিশু )। মুস্তারা বিবির মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে ।
সেখ আসমাউল হক ও জাহেদ আলি সাধ্যমতো তার পরিবারকে সাহায্যের জন্য আশ্বাস দেন ।