|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : মালদা হব্বিপুর বরিন্দ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে কন্যাশ্রী দিবসের দিন রাখি পরিয়ে ভ্রুণ হত্যার বিরুদ্ধে প্রচার চালায় সদস্যারা। বুধবার ছিল রাখি পূর্ণিমা উৎসব । এদিন মালদা কলেজ অডিটরিয়ামে প্রশাসনের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস কবে পালন করা হয়। কিন্তু তার বাইরে হবিবপুরের ওই স্বেচ্ছাসেবী সংস্থার ক্ষুদে শিশুকন্যাদের দিয়ে মালদা শহরের পথচারীদের হাতে রাখি পরিয়ে ভ্রুণ হত্যার বিরুদ্ধে প্রচার চালান। সেই রাখিতে লেখা ছিল পুত্রের সাথে কন্যা, হবে যেন অনন্যা।”
ওই সামাজিক সংস্থার সদস্যরা এদিন ছোট ছোট শিশু কন্যার দিয়ে পুলিশ, সাংবাদিক থেকে সরকারি কর্মী এবং সাধারণ মানুষদের হাতে রাখি পড়ান। তাদের এই অভিনব প্রচারকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।