|
---|
রাহুল রায়, নতুন গতি, পূর্ব বর্ধমানঃ ১৪ই আগস্ট নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের সহযোগিতায় পূর্ব বর্ধমানে কাটোয়া ২নং ব্লক ও পঞ্চায়েত সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ভাবনা – প্রসূত ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ‘কন্যাশ্রী’ – র ষষ্ঠ বর্ষ উদযাপন।
উপস্থিত ছিলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, কাটোয়া ২নং ব্লকের সমষ্টি উন্নয়ণ আধিকারিক শমীক পানিগ্রাহী, কাটোয়া ২নং ব্লকের জয়েন্ট বিডিও তুহিন মন্ডল, কাটোয়া ২নং ব্লকের সিডিপিও সরৎ হাজরা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, জেলা পরিষদের সদস্য মণ্ডল আজিজুল, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কোরবান মিদ্দা, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জয়দেব দাস, বি. ডব্লিউ.ও সুদর্শন মজুমদার। কাটোয়া ২নং ব্লকের ২১টি স্কুল অংশগ্রহণ করে। কাটোয়া ২নং ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। কাটোয়া ২নং ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ৭ই আগস্টে কন্যাশ্রী কুইজ প্রতিযোগিতায় হয়েছিল সেই প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয়,তৃতীয় ছাত্রীদের হাতে আজকে কাটোয়া ২নং ব্লক পঞ্চায়েত সমিতি কার্যালয়ে পুরস্কার বিতরণ করা হয়।
আজকে ছাত্রীরা নাচ, গান, কবিতা, নাটকে অংশগ্রহণ করে। প্রতেক ছাত্রীদেরকে পুরস্কার বিতরণ করা হয়। ছাত্রীদের অভিভাবকরা এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন। কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতি কার্যালয়ে স্বপ্নভোর প্রকল্পের উপর বিশেষ আলোচনা সভা হয়। কন্যাশ্রীতে বর্ধমান জেলা থেকে প্রথম হয় কাটোয়া ২নং ব্লক।