|
---|
আজিজুর রহমান,পূর্ব বর্ধমান : গলসি ২ নং ব্লকের মসজিদপুর অঞ্চলের কালনা গ্রামে কর্মী বৈঠক করলো মসজিদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। যেখানে কালনা, বলনা ও সাঁওতা এই তিনটি সংসদের সকল বুথের সাধারণ মানুষ হাজির হন। পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকার সংগঠন মজবুত করতে ওই বৈঠক করা হয়। যেখানে মানুষের বিভিন্ন দাবীদাবা নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া প্রতিটি বুথের বর্তমান পরিস্থিতি নিয়ে সবিস্তারে আলোচনা করেন বুথ কর্মীরা। এলাকার তিনটি গ্রামের রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা, সহ গ্রামের বিভিন্ন উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা করেন দলীয় নেতৃত্ব। পাশাপাশি, এলাকার মানুষের দাবীদাবা খাতায় লিপিবদ্ধ করেন পঞ্চায়েত সদস্যরা। কর্মীসভায় উঠে আসা মানুষের দাবী পুরন করার আশ্বাস দেওয়া হয় দলীয় পক্ষ থেকে। উপস্থিতি ছিলেন মসজিদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গুলমহম্মদ মোল্লা, পঞ্চায়েত প্রধান সাধু রুইদাস, পঞ্চায়েত সদস্য সেখ রফিক, মুনশী মারান্ডি সহ এলাকার বহু তৃণমূল কর্মী।