|
---|
জাকির হোসেন সেখ, ২৪ এপ্রিল, নতুন গতি, কলকাতা: মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া মনোনয়নপত্র দাখিল করলেন। মথুরাপুর লোকসভা কেন্দ্রের ৭টা বিধানসভা কেন্দ্রের কয়েক হাজার মানুষের উপস্থিতি ও আশির্বাদ নিয়ে তিনি, নিজের লোকসভা কেন্দ্রের ৭ জন বিধায়ক ও নেতৃত্বকে সঙ্গে নিয়ে আজ দুপুরের পর তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সদর কলকাতা ২৭ এর আলিপুরের নব প্রশাসনিক ভবনের আরটিসি হলের বেসমেন্টে ২০ নং মথুরাপুর (তপশিলী জাতি) লোকসভা কেন্দ্রের জন্য নির্দিষ্ট রিটার্নিং অফিসার বা জেলা নির্বাচন আধিকারিক
স্বাতী বন্দ্যোপাধ্যায় এবং এ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বা সহকারী নির্বাচন আধিকারিক শ্রী পার্থপ্রতিম দাসের উপস্থিতিতে মনোনয়ন পত্র দাখিল করেন।
চৌধুরী মোহন জাটুয়ার মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে সই করেন ১) মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা ২) সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা ৩) কুলপি বিধানসভা কেন্দ্রের বিধায়ক যোগরঞ্জন হালদার এবং
৪) পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমির জানা।
উল্লেখ্য যে, গত ২২ এপ্রিল জেলা নির্বাচন আধিকারিক স্বাতী বন্দ্যোপাধ্যায়ের জারি করা নিদর্শ-১ (নিয়ম ৩ দ্রষ্টব্য) ফরমের সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, ইং ২২/০৪/২০১৯ তারিখ থেকে ২৯/০৪/২০১৯ তারিখ পর্যন্ত বেলা ১১ টা থেকে ৩ টে পর্যন্ত মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন।সেই মতই আজ চৌধুরী মোহন জাটুয়া দুপুরের পরেই আজ মনোনয়নপত্র দাখিল করেন।