|
---|
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ কলকাতার চেতলায় হিন্দ সংঘ পূজা প্রাঙ্গণে কালী পূজা উপলক্ষে ‘ শক্তি ‘ ভাবনাকে বেছে নিয়ে ২১শে অক্টোবর ২০২২ আয়োজন করা হয়েছিল এই কর্মশালা ।
আমাদের সাথে এই প্রয়াসে হাত বাড়িয়ে দিয়েছিলেন ক্যামলিন সংস্থা ও ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কেন্দ্র সংগঠন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারুকলা ( Fine Arts ) এর কর্ণধার রাজদীপ দাস সহ হিন্দ সংঘের সভাপতি প্রণব ভূষণ গুহ, ক্যামলিনের পক্ষ থেকে শিল্পী অংশুমালা সিংহ চৌধুরী ও বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন অ্যাকাডেমি অব ফাইন আর্টসের প্রতিষ্ঠাতা সদস্য বর্ষীয়ান শিল্পী শ্রী মৃত্যুঞ্জয় মন্ডল মহাশয় …..