|
---|
সংবাদদাতা : এই দূর্যোগ মোকাবেলায় নেমে পড়লেন ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্ট এর ট্রাষ্টি বিশিষ্ট সমাজ সেবি মুফতি গোলাম হাবিব (মনি দা) ও ফুরফুরা ইউনিক ওয়েল ফেয়ার ট্রাস্ট এর সভাপতি সৈয়দ মোর্তজা আলী ও ওনাদের টিম, আজ পার্শ্ববর্তী এলাকা যেমন শিয়াখালা বাঁধের ধার, সন্ধিপুর দক্ষিণ পাড়া, ফুরফুরা উজ্জ্বল পুকুর, প্রায় হাজার খানেক মানুষের ঔষধ নিয়ে হাজির হলেন গরিব অসহায় মানুষের কাছে। যেগুলি প্রাথমিক চিকিৎসা ক্ষেত্রে লাগে। তা দিয়ে মানুষের সন্তুষ্ট হাসিল করলে । তাদের মুখে হাসি ফোঁটালেন। এই সব মানুষ জন যাদের মাথার উপর ঠিক মোতো ছাদ নেই। খুব দুঃখের সাথে জীবন কাটাচ্ছে তারা খুব খুশি হলেন। ওই সব মানুষ জন অভিমত ব্যক্ত করলেন যে মনি দা সর্বদা আমাদের পাশে থাকছেন থাকবেন আরও একবার প্রমাণ করে দিলেন। আজকের এই সারাদিনের প্রোগামে মনি দা সঙ্গে ছিলেন ওনার ছায়াসঙ্গী সেখ সাহাবুদ্দিন, সেখ সালাউদ্দিন, সেখ মইদুল ইসলাম, সেখ মোজাফফর, সাব্বির আলি ,সেখ সৌরভ আলি , সেখ নাজিমুদ্দিন, সেখ মোস্তফা,সেখ মোজাফফর, কেনা বক্স, সন্যাসী দাস, সরস্বতী দাস, ড: অসীম দেব, শুশান্ত ঘাঁটি,পিন্টু চক্রবর্তী,আশিষ ব্যানারজি ও ড: সুব্রত কান্তি দেব প্রমূখো