|
---|
নতুন গতি ওয়েব ডেস্কঃ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল সীতারাম ইয়েচুরির ছেলের। ট্যুইট করে ছেলের মৃত্যুসংবাদ জানিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক। ট্যুইটে তিনি লেখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার বড় ছেলে আশিস ইয়েচুরিকে আজ সকালে করোনায় হারিয়েছি। এই কঠিন সময়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী-সহ যাঁরা আশিসের চিকিৎসা করেছেন এবং আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের ধন্যবাদ।
বৃহস্পতিবার সকালে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বড়ো ছেলে আশিস ইয়েচুরি। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মাত্র ৩৪ বছর বয়েসে মৃত্যু হয় তাঁর।