বর্ধমানে দুর্ঘটনা সচেতন স্বাস্থ্য প্রশিক্ষণ শিবির

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিক্যাল কলেজ ও পূর্ব বর্ধমান জেলা পুলিশের যৌথ উদ্যোগে দুর্ঘটনা জনিত সচেতনতার লক্ষ্যে স্বাস্থ্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। জেলা পুলিশের কেন্দ্রীয় কার্যালয়ের দিশারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই শিবিরের মূল উদ্যোক্তা জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন।
উল্লেখ্য, মেডিক্যাল পরিভাষায় দুর্ঘটনার পরে একটা গোল্ডেন আওয়ার থাকে। এই সময়ের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত আহতদের চিকিৎসার মধ্যে নিয়ে যেতে পারলে সমস্যা অনেক ক্ষেত্রেই জটিল হতে পারে না। প্রশাসনের মধ্যে যাঁরা ট্রাফিকের কাজে থাকেন তাঁদের এই বিষয়টা ভালোভাবে জানা দরকার। এই লক্ষ্যে মেডিক্যাল কলেজের ডাক্তার বাবুদের দিয়ে দায়িত্ব প্রাপ্ত প্রশাসনিক কর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
পথচলতি মানুষকে সচেতন করার পাশাপাশি প্রশাসনের কৃতি অফিসার ও পুলিশ কর্মীদের সংবর্ধনা জানানো হয়। প্রশাসনিক কর্তাব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার বিপ্লব চ্যাটার্জি, ডাক্তার দেবদূত চট্টোপাধ্যায়, ডাক্তার প্রদীপ ঘোষ, ডাক্তার সুমন্ত ঘোষ মল্লিক প্রমুখ। বলা বাহুল্য, সারা দেশেই দিনটিকে ( ৪ আগস্ট) বিভিন্নভাবে পালন করছে পুলিশ প্রশাসন।