|
---|
মইদুল খান মালদা: তৃতীয় দফার ভোট ২৩ শে এপ্রিল আর তার আগে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বললেন নির্বাচন কমিশন।বিবেক দুবে বিশেষ পুলিশ পর্যবেক্ষক এদিন সকাল ১০ টা নাগাদ থেকে শহরের নতুন সার্কিট হাউসে ডান-বাম সব দলের সঙ্গে পৃথকভাবে কথা বলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।এরপর দুপুর ১২ টায় নতুন সার্কিট হাউস থেকে নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক সোজা চলে আসেন জেলা প্রশাসনিক ভবনে। সেখানে জেলা প্রশাসন ও নির্বাচন আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন তিনি। এদিন প্রথমেই তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক। আলোচনা পর্ব শেষ হতেই জেলা তৃণমূল নেতা তথা দক্ষিণ মালদার প্রার্থীর নির্বাচনী এজেন্ট গৌতম চক্রবর্তী বলেন, ভোটের দিন যাতে কোনরকম গোলমাল না হয় তার আগেই যথাযথ ব্যবস্থা নেওয়া। নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে জানানো হয়েছে। উনি আশ্বাস দিয়েছেন শান্তিপূর্ণ ভাবে ভোট করাটাই তাদের লক্ষ্য। কোথাও তৃণমূল গোলমাল পাকাতে যাবে না। বিরোধীরাই ভোটে অশান্তি করার মরিয়া চেষ্টা চালাচ্ছে। সেটাই নির্বাচন কমিশনকে রুখতে হবে। কোথায় কোথায় গোলমাল হতে পারে সে ব্যাপারেও জানানো হয়েছে। একইরকম ভাবে জেলা বিজেপি নেতৃত্ব দেখা করেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের সঙ্গে। বিজেপির জেলার প্রাক্তন সভাপতি সুব্রত কুন্ডু বলেন, নির্বাচনের আগে জেলায় দাগি অপরাধীদের পুলিশ গ্রেফতার করছে না। আমরা দক্ষিণ ও উত্তর মালদা লোকসভা কেন্দ্রে প্রায় ৩০ থেকে ৪০ জন অপরাধীদের নাম বলেছি । যারা নির্বাচনের সময় গোলমাল পাকাতে পারে। ভোটের আগে সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুটমার্চ করার দাবিও জানানো হয়েছে। উত্তর মালদার লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইশাখান চৌধুরী এবং জেলার কার্যকরী সভাপতি কালীসাধন রায় বলেন, ভোটেরদিন যেসব এলাকায় গোলমাল হতে পারে তার নির্দিষ্টভাবে নাম দেওয়া হয়েছে। দুই লোকসভা কেন্দ্রের প্রায় পনেরো থেকে কুড়ি জন অপরাধীদের নাম বলা হয়েছে। যারা ভোটের দিন গোলমাল করতে পারে। সেই দিকে যাতে নির্বাচন কমিশন বিশেষভাবে নজর দেয় সেকথাও উল্লেখ করা হয়েছে। এদিন বামপন্থী দলগুলোকে নিয়ে সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র, ভোটের দিন জেলায় গোলমাল না হওয়ার ব্যাপারে বিশেষ কিছু তথ্য নির্বাচন কমিশনের বিশেষপু লিশ পর্যবেক্ষকের কাছে তুলে ধরেন। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলার পরই , জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করতে যাওয়ার মুহূর্তে নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি। উনারা তাদের সমস্যা এবং অভিযোগের কথা আমার কাছে জানিয়ে গিয়েছেন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সবরকম পদক্ষেপ গ্রহণ করা হবে।