|
---|
নূর আহমেদ,মেমারি : ৬ জুলাই,সম্প্রতি মোহনবাগান দিবসে মোহনবাগান তাঁবুতে উদ্বোধন হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডের কিংবদন্তী ফুটবলার সুব্রত ভট্টাচার্য্যের আত্মজীবনী ‘ষোলো আনা বাবলু’। রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি রেলষ্টেশনের কাছে কালুদার বুক স্টলের সামনে সেই আত্মজীবনী ‘ষোলো আনা বাবলু’ বইটি নব নির্মিত মোহনবাগান ফ্যানস ক্লাব মেমারির সভাপতি ফুটবলপ্রেমী ও মোহনবাগান সমর্থক শৌভিক রায় চৌধুরীর হাতে তুলে দিলেন মেমারির বিশিষ্ট ফুটবলপ্রেমী ও ইষ্টবেঙ্গল ক্লাবের সমর্থক জয়ন্ত সাহা। মোহনবাগান ও ইষ্টবেঙ্গলের সমর্থকদের উপস্থিতি ‘ষোলো আনা বাবলু’ বইটি মেমারিতে প্রকাশ করা হল। উপস্থিত ছিলেন ফুটবলপ্রেমী মানস ঘোষ, শম্ভু রায়, স্নেহাশিষ রায় সহ অন্যান্যরা।ফুটবলপ্রেমী ও মোহনবাগান সমর্থক মানস ঘোষ বলেন, মোহনবাগান আছে, মানে সুব্রত ভট্টাচার্য্য আছে। কলকাতার ময়দানে ষোলো আনা মানেই বাবলু, সুব্রত ভট্টাচার্য্য। তার এই আত্মজীবনী বই অজস্র ফুটবলপ্রেমীদের মোহনহবাগানকে জানতে সাহায্য করবে আশা রাখি।