|
---|
এম এস ইসলাম,বর্ধমান : ফাগুন ইসলাম বারবার এই নিয়ে চারবার। স্লোগানে মুখরিত করল খন্ডঘোষের তৃণমূল কর্মীরা। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারো খণ্ডঘোষের তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট ঘোষণা করছেন অপার্থিব ইসলাম ফাগুনকে। এই নিয়ে চার বার তিনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করছেন । কিছুদিন আগেই এই ঘোষণা হয়েছে। অপার্থিব ইসলাম ব্যক্তিগত কারণে রাজ্যের বাইরে থাকায় কর্মীরা তাকে সংবর্ধনা জানাতে পারেনি। নিজের এলাকায় ফেরার সঙ্গে সঙ্গে কর্মীরা সংবর্ধনায় ভাসিয়ে দিল তাদের প্রিয় ফাগুন দাকে। অপার্থিব ইসলাম ফাগুন বলেন মা মাটি মানুষের নেত্রী জনগণ অধিনায়িকা তাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব তিনি যথাযথ পালন করবেন। কর্মীদের ভালোবাসা তাকে কাজে আরও উৎসাহিত করবে। সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে খন্ডঘষের উন্নয়ন যজ্ঞে কাজ করে যাবেন। খণ্ডঘষে কোন গোষ্ঠী দন্দ নেই আমরা সবাই মিলেমিশে কাজ করব। আমরা মিলেমিশে কাজ করার জন্য বিভিন্ন নির্বাচনে আমরা ব্যাপক জয় লাভ করেছি। 2019 লোকসভা নির্ণাচনে তার প্রমান দিয়েছি । আগামি পঞ্চায়েত ভোটেও তার প্রমান দেবো । আজ ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীদের শুভেচ্ছা তার জনপ্রিয়তা প্রমাণ দেয়।