মেমারি পৌরসভার সাফাই কর্মীদের বিক্ষোভ এবং শহরে সাফাই পরিষেবা বন্ধ

নূর আহমেদ,মেমারি : ২৬ জুলাই বুধবার সকালে মেমারি পৌরসভার সামনে প্রায় ৭০-৭৫ জন সাফাই কর্মী অবস্থান বিক্ষোভ করলেন। জানা যায় দীর্ঘ ৩ মাস যাবৎ তারা মাইনে পাচ্ছে না। বিভিন্ন ভাবে তাদের মাইনে কেটে নেওয়া হচ্ছে। সাফাই কর্মীরা জাানান বর্তমানে তারা ৬ হাজার টাকা মাইনে পান, তার মধ্যে কোন কোন মাসে ৬০০ টাকা করে কেটে নেওয়া হয় কেন কাটে তারা জানেনা। তাদের দাবী অবিলম্বে তাদের মাইনে ১৫ হাজার টাকা করতে হবে।জানা যায় তারা দুদিন ধরে ঘর থেকে কোন আবর্জনা নিচ্ছে না তারা কর্মবিরতি করেছে দুদিন। তাদের দাবী মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন। কারণ এই দুর্মুল্যের বাজারে ৬ হাজার টাকায় সংসার চলে না। ছেলে মেয়েদের পড়াশুনো চালানো দুষ্কর। চেয়ারম্যান আমাদের সাফাই কর্মী বলে মানতে চান না। চেয়ারম্যান বসবো বলে বসে না আমাদের সাথে। এব্যপারে চেয়ার ম্যান স্বপন বিষয়ী জানান, কাউন্সিলরদের সাথে আলোচনা করে কথা বলবেন কিন্তু এব্যপারে তারা আগে থেকে আমাদের কিছুই জানায়নি। দুদিন ধরে সাফাই কর্মীদের কাজ বন্ধের ফলে শহরের বিভিন্ন স্থানে জঞ্জালের স্তুপ হয়ে আছে ফলে পরিবেশ নষ্ট হচ্চে।