দুর্গাপুজোর অনুদানের চেক বিলি মঙ্গলকোটে 

মোল্লা জসিমউদ্দিন : রবিবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট  থানা চত্বরে ১৩০ টি পুজো কমিটিকে দুর্গাপূজোর অনুদানের চেক প্রদান করা হয় । গত ১৭ই সেপ্টেম্বর অনুমোদিত ১৭০টি দুর্গাপূজা কমিটির সদস্যদের নিয়ে প্রশাসনিক ও সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর এদিন অনুমোদিত ১৩০টি পুজো কমিটির হাতে চেক তুলে দেন মঙ্গলকোট  বিধায়ক অপূর্ব চৌধুরী ও মঙ্গলকোট থানা আইসি পিন্টু মুখার্জি । বাঙালির দুর্গাপূজো ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবীর মানচিত্রে স্থান অধিকার করেছে। সেই লক্ষ্যে সমগ্র বাংলা জুড়ে এবারে দুর্গাপূজোর আরম্বোরতা ফুটে উঠবে । সম্প্রীতিকে বজায় রেখে আন্তরিকতার মেলবন্ধনে এবারের দুর্গাপুজো মধুর হয়ে উঠুক এই কামনা করে সকলেই । বিভিন্ন পুজো কমিটির হাতে শুধু চেক তুলে দেওয়া নয়, তার পাশাপাশি আগামী দূর্গা পুজোতে কমিটিদের কি কি করণীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় । পুজো প্যান্ডেল থেকে শুরু করে ভাসান সম্পর্কিত বিভিন্ন দিকের খুঁটিনাটি নিয়ে উল্লেখ করেন মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি ।

    মঙ্গলকোট  আইসি পিন্টু মুখার্জি  বলেন -‘  দুর্গাপুজো বাঙালির উৎসব । সকল সম্প্রদায়ের মিলিত এই উৎসবে প্রতিবছর শান্তিতে হয় মঙ্গলকোটে । এবারে যেন তার ব্যতিক্রম না ঘটে ‘। সকলকে একত্রে মিলিত হয়ে এই পুজোতে সামিল হওয়ার জন্য আহ্বান করেন তিনি। উপস্থিত ছিলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ, সহ-সভাপতি আব্দুল বাসেদ, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক সহ পুজো কমিটির সভাপতি, সম্পাদক এবং সদস্যরা ।