|
---|
মালদা, ২৬ জুনঃ সংসারের কাজ করতে করতে ভেজা হাতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বধূর। বুধবার সকালে এ ঘটনা ঘটে চাঁচল থানার উদয়গঞ্জে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম আনেশা বিবি(৩৮)। চাঁচল থানার উদয়গঞ্জ গ্রামে বাড়ি তাঁর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনেশার স্বামী উসমান গণি পেশায় মজুর। বুধবার সকালে ঘুম থেকে উঠে বাসন পত্র মাজার কাজ করছিলেন আনেশা। ওই সময় তাঁর মোবাইল চার্জ দেওয়ার কথা মনে পড়ে। ভেজা হাতেই তিনি ঘরে যান মোবাইল চার্জ দিতে। সুইচ বোর্ডে মোবাইলের তার ঢোকানো মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।