কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমিতে (মিশন) ডাইরেক্টর পদে শিক্ষক আবু সিদ্দিক খান

নিজস্ব সংবাদদাতা : মিশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক হাজী আকবর আলী সরদার সাহেব বলেন, আমরা আশা করছি, ইনশাআল্লাহ আর কিছু দিনের মধ্যে সম্পুর্ণ আগের মতো মিশন চালু করতে পারবো এখন করোনা আবহে আছি। যাইহোক তার আগে মিশনের কলেবর বৃদ্ধি, প্রচার-প্রসার ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে, সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খানকে মিশনের ডাইরেক্টর পদে মননীত করলাম। এছাড়াও রাজ্যের মাননীয় মন্ত্রী, প্রাক্তন সাংসদ, অধ্যক্ষ,অধ্যাপক, বিধায়ক, শিক্ষাবিদদের অনুমতিতে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। হাজি আকবর আলি সাহেব আরও বলেন, আমি চাই না গতানুগতিক ধারায় মিশন চলুক, আমি চাই আমাদের এই মিশন, রাজ্যের প্রথম সারির মিশন গুলির মধ্যে অন্তর্ভুক্ত হোক তার জন্য যা যা প্রয়োজন তাই তাই করতে আমরা প্রস্তুত। এদিন ডাইরেক্টর পদে জয়েন্ট করে আবু সিদ্দিক খান বলেন, আমি জানি না আমি এই পদের উপযোগী কি না, তবে হাজি সাহেবের স্বপ্নপূরণে যথেষ্ট আন্তরিকতার সাথে আমার নিজস্ব কর্মক্ষেত্রের কাজ সামলে বাকি সময়টা বিনা বেতনে, এই প্রতিষ্ঠানকে ভালোবেসে গুরু দায়িত্ব সামলানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আজ আমি শিহরিত, আপ্লুত যে, আলহামদুলিল্লাহ আমি আজ দীর্ঘ ৬ বছর ধরে সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদকের ভুমিকা পালন করে সমাজের নানাবিধ কাজ বিশেষ করে শিক্ষামুলক কিছু কাজ করার সুবাদে কমবেশি পরিচিত হয়েছি মানুষের নানা স্তরে। তাই হাজী সাহেব হয়ত আমাকে এই গুরু দায়িত্বে বসিয়েছেন। আমি কৃতজ্ঞ হাজি আকবর আলি সাহেবের কাছে। তবে আমি আশাবাদী যদি আমরা সকলে মিলে কোয়ালিটি মেইন্টেইন করে ছাত্রদের গুনগত মানের শিক্ষা প্রদান করতে পারি তাহলে একদিন এই কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমি (মিশন) ও আল হেরা জামিয়াতুল ইসলামিয়া মহিরুহে পরিনত হবে।

    এদিন উপস্থিত ছিলেন, মিশনের চেয়ারম্যান শিক্ষক মাসুদুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য হাফেজ তরিকুল ইসলাম, যুগ্ম ক্যাশিয়ার মোস্তাকিম মন্ডল, সহকারী প্রধান শিক্ষক কুতুবউদ্দিন সরদার, কো-অর্ডিনেটর সিরাজুল বিশ্বাস, ক্যাশিয়ার আবুবকর সারদার প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন মিশনের শিক্ষক রাকিব মন্ডল। ট্রাস্টি বোর্ডের সভাপতি আলাহজ মাওলানা মোজাম্মেল হক সাহেবের দোয়ার মাধ্যমে আলোচনা সভার কাজ শেষ হয়।