|
---|
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগণা: বলা হয়ে থাকে শিশুরা নিষ্পাপ। কিন্তু বর্তমান চিত্রপট পাল্টাচ্ছে দ্রুত। স্কুলের মধ্যেই মুসলিম সহপাঠী ছাত্রীকে কুকথা বলায় শিক্ষক ছাত্রকে শাসন করে। এর পরবর্তীতে কেন শাসন করবে এই অভিযোগ তুলে শিক্ষককে হেনস্থা করতে আসে ছাত্রের বাড়ির লোকজন। এ সবই ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাজনা বেণেপাড়া প্রাইমারি স্কুলে। শিক্ষক সব্যসাচী গিরি জানান স্কুলের মধ্যেই মিডডে মিল খাওয়ার সময় ওই ছাত্রটি একটি মুসলিম ছাত্রীকে জাত তুলে গালিগালাজ করে। তাই তিনি শাসন করেন ছাত্রটিকে। এ জন্য ছাত্রের পরিবার তাকে এসে হেনস্থা করছেন। অভিযোগ গুরুতর। এদিকে ছাত্রের বাবা জানিয়েছেন ছোটো বাচ্চা ছেলে কি বলেছে। তা নিয়ে শিক্ষক জাতপাতের ভেদাভেদ আনছে। অভিযোগ পাল্টা অভিযোগ যাই থাকুক প্রশ্ন কিন্তু রয়েই গেল তাহলে কি ক্রমেই জাতপাতের বিষবাষ্পে আক্রান্ত হচ্ছে শৈশব।