জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন

ফজলে এলাহি : জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করলো মুর্শিদাবাদের হরিহরপাড়া চক্রের রুকুনপুর কলাবাগানপাড়া প্রাথমিক বিদ্যালয়। এই উপলক্ষে বিদ্যালয়ে হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা কর্মশালার আয়োজন করা হয়। প্রধান শিক্ষক ও মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের সম্পাদক শিবেন্দু পাল জানান ছাত্র-ছাত্রীরা নিজে হাতে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখে, ভীষণ আনন্দ পায়। বিদ্যালয়ে নিয়মিত “আনন্দ পরিসর”এ হাতে-কলমে নানান শিক্ষা দেয়া হয়। যাতে বইয়ের পড়ার চাপ শিশুদের মনের মধ্যে না পড়ে ও পড়ার বিষয়গুলো সহজেই বুঝতে পারে।পাশাপাশি বেতার শোনার প্রতি আগ্রহী করে তোলার জন্য আকাশবাণীর খবর শোনানো হয়। শিশু মহল, সবুজের মেলা, বিজ্ঞানের জানা অজানা নানান বিষয় আগ্রহের সঙ্গে শোনে শিশুরা। প্রসঙ্গত ১৯২৮ সালে ২৮শে ফেব্রুয়ারি বিশিষ্ট পদার্থবিদ স্যার সিভি রমন রমন এফেক্ট আবিষ্কার করেন ও এই আবিষ্কারের জন্য ১৯৩০ সালে নোবেল পুরস্কার পান। ২৮শে ফেব্রুয়ারি দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালিত হয়। এবছরের মূলভাবনা বিকশিত ভারতের জন্য দেশীয় প্রযুক্তিকে কাজে লাগানো।