রাজনগর থানার কোচিং সেন্টারের কৃতি চাকরিপ্রার্থীকে সংবর্ধনা প্রদান পুলিশের

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগর থানার কোচিং সেন্টারের কৃতি চাকরিপ্রার্থীকে সংবর্ধনা প্রদান পুলিশের।
    রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিতের তত্ত্বাবধানে এবং এসআই অরিন্দম দেবনাথ এর পরিচালনায় ‘আলোক বর্তিকা’ নামে একটি কোচিং সেন্টার শুরু হয় রাজনগর থানায়। ২০২৩ এর ফেব্রুয়ারি মাস থেকে এলাকার যুবক-যুবতীদের এখানে বিনামূল্যে কোচিং দেওয়া হচ্ছে। এই কোচিং সেন্টারের সিতারা খাতুন নামে এক কৃতি চাকরিপ্রার্থী কলকাতা পুলিশে সম্প্রতি ‘লেডি কনস্টেবল’ রূপে চাকরি পেয়েছে। কোচিং সেন্টারের এই সাফল্যে গর্বিত রাজনগর থানার পুলিশ। পুলিশে কাজ পাওয়া সিতারা খাতুনকে রাজনগর থানার পক্ষ থেকে বুধবার সংবর্ধনা প্রদান করা হলো। সংবর্ধনা প্রদান করেন রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিত, এসআই অরিন্দম দেবনাথ সহ অন্যান্যরা। সিতারা খাতুন জানিয়েছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত অফিসার অরিন্দম দেবনাথ সহ অন্যান্যরা যেভাবে আন্তরিকতার সাথে কোচিং দেন, তা অত্যন্ত ফলপ্রসু হয়েছে। এই সাফল্যে তাঁদের অবদান অনস্বীকার্য।চাকরি পেয়ে খুশি সিতারা খাতুন সহ তার পরিবারের লোকেরা রাজনগর থানার ওসি দেবাসিস পন্ডিত, এসআই অরিন্দম দেবনাথ সহ সকল পুলিশ কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। রাজনগর থানার পক্ষ থেকে এলাকার দুস্থ চাকরি প্রার্থীদের বিনামূল্যে যেভাবে কোচিং দেওয়া হচ্ছে তাতে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।