বাল্য ববিবাহ প্রতিরোধ ও শিশু সসুরক্ষা বিষয়ক সেমিনার বোলপুর

নিজস্ব সংবাদদাতা : বাল্য ববিবাহ প্রতিরোধ ও শিশু সসুরক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয় বোলপুর মহকুমা শাষকের কার্যালয়ে। বীরভুম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষ ও তারাপুর সোস্যাল ডেভেলমেন্ট সোসাইটির উদ্যোগে সোমবার বোলপুর মহকুমা প্রশাসন ভবনে বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু পাচার ও প্রতারোধ সহ শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।

    এদিন উপস্থিত ছিলেন ডিএলএসএ সচিব বিচারক সুর্পনা রায়, মহকুমা শাষক অয়ন নাথ, বোলপুর মহিলা থানার ওসি সামসানাজ খাতুন, সিকম স্কিল ইউনিভার্সিটির আইনের অধ্যাপক ডঃ অমিত্র সুদন চক্রবর্তী, পার্শ্ব আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ, দেবাশীষ বেরা সহ অনান্যরা।

    বাল্য বিবাহ মুক্ত ভারত গড়া, শিশুদের সার্বিক সুরক্ষা বিষয়ে জনগণকে সচেতনতা করাই এই দফতরের উদ্দেশ্য বলে জানান মহিউদ্দীন আহমেদ। এদিন বোলপুরের একাধিক সংগঠন, স্কুলের ছাত্র-ছাত্রী, ল কলেজের ছাত্রী সহ স্কুলছাত্রীরা উপস্থিত ছিলেন। জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের সচিব বিচারক সুর্পনা রায় বলেন, বাল্য বিবাহের আয়োজন করা বেআইনী, বাচ্চা মেয়েদের সুরক্ষায় সচেতনতা শিবির আমরা ধারাবাহিক ভাবে করে থাকি। কারোর কোন সমস্যা হলে জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের দফতরে যোগাযোগ করবেন। ধারাবাহিক প্রচেষ্টায় সমাজের শিশুকন্যারা সুরক্ষিত হবে।