জলঙ্গী ব্লকের পাকুড়দিয়ার গ্রামে ফার্নিচারের মাল চুরি করে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দেবার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

জলঙ্গী ব্লকের পাকুড়দিয়ার গ্রামে ফার্নিচারের মাল চুরি করে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দেবার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

     

     

     

     

    নতুন গতি প্রতিবেদক : মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের পাকুড়দিয়ার গ্রামে ফার্নিচারের মাল চুরি করে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দেবার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ফার্নিচার মালিক এনাহার সরকার জানান বিগত দুইমাস থেকে তিনার ভায়ের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছে প্রতিবেশী ইয়াসুল সরকার সঙ্গে সেই বিবাদের জেরে রফিকুল সরকার, সামিউল সরকার, অনেসুর রহমন ও ইয়াসুল সরকার মাঝে মাঝে হুমকি দেই কিন্তু গত রাত্রি ২ ঘটিকার সময় ফার্নিচার এর দোকান লুট করেন এবং আগুন লাগিয়ে দেয় রাত্রে, জলঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং বিষয়টি খুঁটিয়ে দেখছেন। পরিবারের তরফ থেকে জলঙ্গী থানায় FIR করা হয় তাঁদের বিরুদ্ধে, পরিবার জানান তিন লক্ষ টাকার মাল লুট হয় রাত্রে।