|
---|
মহিউদ্দীন আহমেদ, বোলপুর: ফের সংবাদ শিরোনামে অনুব্রত মন্ডল। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃনমূলের জেলা সভাপতি। তবে কিছু না বলেই। সোমবার দুপুরের পর সোস্যাল মিডিয়াতে দেখা যায় একটি লটারি টিকিট এবং সেখানে লাটারির টিকিটে সাধারন নিয়মে জয়ী ক্রেতার ছবি সহ আপডেট। যেখানে দেখানো হয়েছে, সোমবারের লটারি টিকিটে অনুব্রত বাবু পেয়েছেন এক কোটি টাকা।
এই খবর ছড়িয়ে পড়তেই জেলার রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
লটারির ওয়েবসাইটে অনুব্রত মন্ডলের ছবি দিয়ে দাবী করা হয়েছে তিনি পেয়েছেন এক কোটী টাকা। সেই টিকিটের ছবি সোমবার দুপুরের পর প্রকাশ হতেই সোস্যাল মিডিয়াই ছড়িয়ে পড়ে। অনুব্রত বাবুর সাথে যোগাযোগ করা যায় নি। তবে তিনি ঘনিষ্ঠ মহলে এই লটারির টাকা পাবার কথা অস্বীকার করেছেন বলে জানা গেছে।