মুর্শিদাবাদের সামসেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার, বিজেপি ও কংগ্রেসের অশুভ জোটের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ সভা

নিজস্ব সংবাদদাতা, ধুলিয়ান: আজ বৃহস্পতিবার
মুর্শিদাবাদের সামসেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের ডাকে আন্দোলনকারীদের কৃষকদের অমানবিক অত্যাচার, জিনিসপত্র দাম বৃদ্ধি, কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার, NRC ও CAA বাতিলের দাবিতে, বাম ও কংগ্রেসের অশুভ জোটের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ সভা হল।

    এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার পৌরসভার মন্ত্রী চেয়ারপারসন মানানীয় ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন মহাশয়, উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ বিধানসভার M.L.A আমিরুল ইসলাম মহাশয়,ও তৃণমূলের নেতৃবৃন্দ। তাছাড়া বিশাল মহিলাসহ সাধারণ মানুষ অনেক চোখে পড়ে।

    এই দিন প্রতিবাদ সভায় মানুষ ছিল চোখে পড়ার মত, ফিরহাদ হাকিম বিজেপিকে কড়া আক্রমণ করেন। তিনি বলেন “BJP এখন আদানি আম্বানির দের কাছে সব বিক্রি করে দিচ্ছে ওদের সুবিধারর জন্য”। কৃষি আইন করে কৃষকেরা নিজেদের দামে ফসল বিক্রি করতে পারবে না।
    আদানি আম্বানিদের পাশে চলে গিয়েছে মোদি সরকার। আরো ও বলেন কংগ্রেসের পা ভেঙে গিয়েছে, সামসেরগঞ্জ এ ২২ এ ২২সিতে জিতে মমতাকে দিতে হবে।