|
---|
নিজস্ব প্রতিবেদক:- বহু যুগ ধরে বাঁশির মাধ্যমে সুর তোলার প্রচলন রয়েছে ভারতের সঙ্গীত জগতে । তবে এই সকল বাঁশির ক্ষেত্রে মূলত আড়বাঁশিকেই দেখা যায় । কিন্তু বাঁশি বাজানোর ক্ষেত্রে আলাদাভাবে নজির তৈরি করেছেন বীরভূমের নবকুমার কোঁড়া । তিনি আর পাঁচটা মানুষের মতো আড়বাঁশি বাজিয়ে নজির তৈরি করেছেন এমনটা নয় । তিনি নজির সৃষ্টি করেছেন বট পাতায় বাঁশির সুর তুলে ।নবকুমার কোঁড়া বীরভূমের বোলপুরের পাঁচশোয়া গ্রামের বাসিন্দা । আগে তিনি রেলের অস্থায়ী দিনমজুর হিসাবে কাজ করতেন । পরবর্তীকালে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর তার সেই কাজ চলে যায় এবং বর্তমানে তিনি পরের জমি লিজ নিয়ে চাষাবাদ করছেন । এই চাষাবাদের পাশাপাশি তিনি গান-বাজনার সঙ্গেও যুক্ত । বিভিন্ন জায়গায় তিনি অনুষ্ঠান করতে যান । পেশায় তিনি একজন দিনমজুর হলেও নেশায় একজন শিল্পী । সেই নেশা থেকেই তিনি আজ এইভাবে বট পাতায় বাঁশি বাজানোর দক্ষতা অর্জন করেছেন । তিনি ৩০ বছর ধরে এইভাবে বাঁশি বাজিয়ে যাচ্ছেন । তার এইভাবে বট পাতায় বাঁশি বাজানোর জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে তাকে বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে বাঁশি বাজানোর জন্য ডাকা হয় ।ছোটবেলায় বট পাতা কুড়িয়ে তাতে ফুঁ দিয়ে তিনি দেখতে পান তা থেকে মিষ্টি আওয়াজ বের হচ্ছে । তার পর থেকেই তাঁর মনে হয় এই বট পাতা দিয়েই বাঁশির সুর তোলা যেতে পারে । এর পরেই তিনি তা আয়ত্তে নিয়ে আসেন এবং হিন্দি, বাংলা বিভিন্ন ধরনের গানের সুর তিনি বটপাতাতেই তোলেন । মূলত একটি বটপাতাকে ভাঁজ করে তাতে ফুঁ দেন এবং সেখান থেকেই বেরিয়ে আসে গানের সুর । নবকুমার কোঁড়া বোলপুরের পাঁচশোয়া গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে তিনি সিউড়ির তিলপাড়া এলাকায় বসবাস করেন ।