মুর্শিদাবাদের কৃষ্ণপুর হাসপাতালে ডাক্তারের অবহেলায় শিশুর মৃত্যু, ন্যায় বিচার চেয়ে হাসপাতালে অবস্থান বিক্ষোভ “পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার

আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : গতকাল শাহিনা পারভীন নামে একজন ডেলিভেরি রোগী ভর্তি হন মুর্শিদাবাদ জেলার লাগলোলা থানার অন্তর্গত কৃষ্ণপুর হাসপাতালে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে OT তে নিয়ে যায়, কিন্তু পরক্ষণেই ডাক্তার সেখান থেকে চলে যান । তারপরেই বাচ্চার হাত বেরিয়ে যায় এবং পরিবারের লোকজন ডাক্তার এবং নার্সকে ডাকতে থাকে, কিন্তু তাদের কথায় ডাক্তার বা নার্স কেউই কোন উত্তর দেননি। এই ভাবে প্রায় ২৫/৩০ মিনিট পর ঐ মা মৃত্যু বাচ্চার জন্ম দেন।

     

    এই ঘটনা ছাড়াও গতকালকে একইভাবে আরো দুটি বাচ্চার মৃত্যু হয়। কৃষ্ণপুর হাসপাতালে এটা কোন নতুন ঘটনা নয়, এমন ঘটনা প্রায় ঘটে থাকে এই হাসপাতালে । তাই জনগণের দাবীতে বর্তমান কর্মরত ডাক্তারদের উপযুক্ত শাস্তি হোক এবং অবিলম্বে তাদের বদলি করা হোক। বিশেষকরে ঐ সময় কর্তব্যরত ডাক্তার সেলিনা রহমানকে দ্রুত বদলির ব্যবস্থা করুক হাসপাতাল কর্তৃপক্ষ। আজকে এই ঘটনার প্রতিবাদে হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ করে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। এই অবস্থানে বিক্ষোভে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রাক্তন রাজ্য সভাপতি মোহাম্মদ সাহবুদ্দিন সাহেব সহ অন্যান্য নেতৃত্ব ।