রঘুনাথগঞ্জ ২নম্বর ব্লকের গ্রাম অঞ্চল সহ অন্যান্য এলাকায় রুট সহ বুথ পরিদর্শন শুরু করল কেন্দ্রীয় বাহিনী

রঘুনাথগঞ্জ ২নম্বর ব্লকের গ্রাম অঞ্চল সহ অন্যান্য এলাকায় রুট সহ বুথ পরিদর্শন শুরু করল কেন্দ্রীয় বাহিনী

     

     

     

    আব্দুস সামাদ, জঙ্গিপুর:- সামনে রাজ্যে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনকে প্রতিটি রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি সভা-সমিতি, রেলি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুরো রাজ্যজুড়ে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গাতে কেন্দ্র বাহিনী রুটমার্চ শুরু করেছে।সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সেনা বাহিনী দেখা মিলল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২নম্বর ব্লকের তেঘরি অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ ২নম্বর ব্লকের গ্রাম অঞ্চল সহ অন্যান্য এলাকায় রুট সহ বুথ পরিদর্শন শুরু করল কেন্দ্রীয় বাহিনী। এই রুটমার্চ করার অগ্রিম কারণ রঘুনাথগঞ্জ বিধানসভা নির্বাচন যেনো সুষ্ঠুভাবে হয় এবং ভোটারদের আশ্বস্ত করতেই এই রুটমার্চ শুরু হলো বলে জানান। জোরকদমে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকে। বিশেষ করে জেলার স্পর্শ কাতর এলাকা গুলি কে চিহ্নিত করে রুটমার্চ করল কেন্দ্র বাহিনী সহযোগিতায় ছিলেন রঘুনাথগঞ্জ থানার পুলিশ বিভাগ ও জঙ্গিপুর TOP অফিসার তন্ময় ভোকত এছাড়া সেক্টর অফিসার মো গোলাম মুর্তজা ও এসিস্ট্যান্ট সেক্টর অফিসার মো নুরুল ইসলাম এবং রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক ডেভলপমেন্ট অফিসার বিশ্বজিৎ মজুমদার। তিনি রুট মার্চ ও পরিদর্শনের উদ্যশে বলেন আমরা প্রতিটি বুথে গ্রামে গ্রামে মানুষের সাথে কথা বলছি,মানুষের কথা পকথন শুনছি তাতে খুব শান্তি পূর্ণ এলাকা এবং খুব শান্তি পূর্ণ ভাবে এলাকায় ভোট হবে বলে তিনি জানান।