|
---|
ধুলিয়ান কলাবাগান এলাকায় ভয়াবহ আগুনে ভস্মীভূত হয় প্রায় ৩৫টি বাড়ি
আব্দুস সামাদ, জঙ্গিপুর:-সামশেরগঞ্জ থানার ধুলিয়ান কলাবাগান এলাকায় বুধবার রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয় প্রায় ৩৫টি বাড়ি। আগুন লেগে যায় লক্ষ্য করে আশেপাশের মানুষজন। নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। সেই খবর সামশেরগঞ্জ থানাই জানানো হলে সাথে সাথে ছুটে আসে পুলিশ প্রশাসন।পুলিশ প্রশাসন আসামাত্রই দমকলে খবর দেওয়া হলেই ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের প্রাথমিক ধারণা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করেন। এই ঘটনায় পুরো সামশেরগঞ্জ থানার ধুলিয়ান গ্রামে আতঙ্কের ছায়া মানুষের মধ্যে নেমে আসে। এই ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি।আজকে সেই ঘটনায় এলাকায় পরিদর্শনের এলেন ব্লক আধিকারিক কৃষ্ণচন্দ্র মুন্ডা, ধুলিয়ান পুরসভার অফিসার শুভজিৎ সহ একাধিক আধিকারিক দপ্তরে অফিসারেরা হাত বাড়ালেন আক্রান্ত পরিবারের প্রতি। বিডিও অফিসের পক্ষ হইতে পরিবারকে দেওয়া হচ্ছে ত্রিপল, ২৫কেজি চাল। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সামশেরগঞ্জ থানার ওসি সুমিত তালুকদার একের পর এক একই ঘটনার সাক্ষী থাকছে সমসেরগঞ্জ এলাকা। ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন সামশেরগঞ্জ থানার ওসি সুমিত তালুকদার আগামীতে এই ধরনের দুর্ঘটনা না হয়।