|
---|
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক দলগুলো মাঠে ময়দানে অবতীর্ণ। সেরূপ কর্মসূচি হিসেবে ৮ সেপ্টেম্বর, শুক্রবার দুবরাজপুরের মাদৃক সংঘ ময়দানে বিজেপির পক্ষ থেকে একটি জনসভা ডাকা হয়েছে। সেই সভায় হাজির থাকবেন খড়গপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা বাংলা চলচিত্র জগতের নায়ক হিরন চ্যাটার্জি, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা,বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। তাই আজ দুবরাজপুর শহর ৪ নম্বর মণ্ডলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করলেন বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী। তাঁর সাথে ছিলেন দুবরাজপুর শহর মণ্ডলের সভাপতি করুণাময় মুখার্জি, দুবরাজপুর ৪ নম্বর মণ্ডল ইনচার্জ শ্যামল গোস্বামী প্রমুখ।