|
---|
নিজস্ব সংবাদদাতা : দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, চাকরির ক্ষেত্রে শূন্য পদ গুলি পূরণ করার দাবি তুলে, রেল দপ্তর বেসরকারিকরণ করার বিরুদ্ধে, সরকারি বিভিন্ন সংস্থাকে বিক্রি করে দেওয়ার প্রতিবাদে সিপিআইএম রাজনগর এরিয়া কমিটির পক্ষ থেকে আজ এই মিছিল ও পথসভা আয়োজিত হলো।
বীরভূমের রাজনগর সিপিআইএম দলীয় কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়ে রাজনগর যাত্রী বাজার তেমাথা মোড়ে শেষ হয় এবং এখানে একটি পথসভা করেন বাম নেতৃত্ব।
উপস্থিত ছিলেন রাজনগর সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি, জেলা সদস্য শুকদেব বাগদি সহ বাম নেতা শিবদাস লোহার, কালো কোড়া, সুভাষ মন্ডল, মাধব সিংহ সহ অন্যান্যরা।