|
---|
শিলিগুড়ি: জাতির জনকের আজ মৃত্যু দিবস উপলক্ষে্ আজ শিলিগুড়িতে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস তার উদ্দেশ্য শ্রদ্ধাঞ্জলি পালন করল।আজ সকালে শিলিগুড়ির বড় পোস্ট অফিসের সামনে জাতীর জনকের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ,গৌতম দেব এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।সকাল থেকেই আজ গান্ধী মুর্তির পাদদেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
এদিন গান্ধীজীর মুর্তিতে এবং তার পাদদেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পাপিয়া ঘোষ এবং গৌতম দেব।উপস্থিত ছিলেন অলোক চক্রবর্তী,বেদব্রত দত্ত ছাড়াও তৃণমূল কংগ্রেসের 47টি ওয়ার্ডের প্রার্থীরা।কোভিড পরিস্থিতিতে নির্দিষ্ট নিয়ম মেনেই পালন করা হয় এই অনুষ্ঠান।প্রচারের জন্য কোন প্রার্থীই প্রচারে বেশিক্ষন থাকতে পারেন নি।শিলিগুড়ির বিভিন্ন এলাকায় গান্ধীজীর মৃত্যুদীবস পালন করা হয়।শিলিগুড়িতে অন্যান্য রাজনৈতিক দলগুলিও মহাসমারহে পালন করে গান্ধীজির মৃত্যুবার্ষীকি।