|
---|
শিলিগুড়ি: প্রচারে নতুন ধারা আনলেন শিলিগুড়ির 36নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন শীল শর্মা।আজ সকালে তিনি তার নিজের ওয়ার্ডে ওয়ার্ডের মানুষকে নিয়ে এক হরিনাম সংকীর্তনের আয়োজন করলেন।তিনি জানালেন মুখ্যমন্ত্রী আমাকে আর্শীবাদ করে আমার ওয়ার্ডে টিকিট দিয়েছেন,এবং আমি তার মর্যাদা রাখবো।আমার ওয়ার্ডের সব মানুষই ঈশ্বরের উপরে প্রচণ্ডভাবে আস্থা রাখেন,আমি চেষ্টা করছি তাদের মনে কিছুটা আনন্দ এনে দাওয়ার।
এদিন সকাল থেকেই বিপুল আয়োজন শুরু হয় শিলিগুড়ির 36নং ওয়ার্ডে।এবং হরিনাম সংকীর্তন শুরু হয় সকাল থেকেই।রঞ্জন শীল শর্মা জানালেন আজ সারাদিন ধরেই চলবে এই হরিনাম সংকীর্তন এবং তার সাথে চলবে খাওয়া দাওয়া।আমি চাইব আমার ওয়ার্ডের মানুষ যেন খুশি থাকে।এই করোনার সময় মানুষ ভীষণ কষ্টে আছে,আমি প্রচণ্ড ভাবে চেষ্টা করছি তাদের কষ্ট যেন কিছুটা কমে আসে।এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে মানুষ অনেকটাই শান্তি ফিরে পাবে।রঞ্জনশীল শর্মা জানালেন কয়েকদিন চলবে এই হরিনাম সংকীর্তন সঙ্গে থাকবে খাওয়া দাওয়া।এই হরিনাম সংকীর্তন দেখবার জন্য আমি বিশেষ কয়েকজন প্রভুকে দায়িত্ব দিয়েছি,যেকদিন এই সংকীর্তন হবে তারাই সব দেখবার দায়িত্বে থাকবেন।কারন আমাকে ভোটের প্রচার এবং অন্যান্য দিকগুলো দেখতে হবে।এবারেও আমি বিপুল ভোটে জীতবো আমার দৃঢ় বিশ্বাস জানালেন শিলিগুড়ির 36নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন শীল শর্মা।