|
---|
সেখ সামসুদ্দিন : ৩০ জানুয়ারি গন্তার বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাবের পরিচালনায় শৈলেন্দ্রনাথ মল্লিক ও স্বর্গীয় নিতাই চাঁদ সাহা ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আজ চূড়ান্ত পর্যায়ের খেলা হয় গন্তার ফুটবল মাঠে। এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে কিসকিন্দা মিলন সংঘ বনাম বর্ধমান পুলিশ একাদশ। ট্রাইবেকারে ৫-৪ গোলে চ্যাম্পিয়ন হয় বর্ধমান পুলিশ একাদশএবং রানার্স কিসকিন্দা মিলন সংঘ। ম্যান অফ দ্য ম্যাচ বর্ধমানের অর্ঘ্য ঘোষ, ম্যান অফ দ্য সিরিজ বর্ধমানের বিনোদ বাউরি, বেস্ট গোলকিপার বর্ধমানের রাজ, বেস্ট ডিফেন্স কিসকিন্দার রাহুল সরেন, বেস্ট হাফ ভোলানাথ হাঁসদা, বেস্ট স্ট্রাইকার কিসকিন্দার সজল হালদার। মাঠে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মহাদেব কুন্ডু, পঞ্চায়েত সমিতির দুই সদস্য নিত্যানন্দ ব্যানার্জী ও সমীরণ মজুমদার, পঞ্চায়েত সদস্য জয়গুরু বাগ, মেমারি থানার এসআই বুদ্ধদেব ঘোষ, গন্তার হাইস্কুলের শিক্ষক অপূর্ব সু, বিশিষ্ট সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায়, প্রাক্তন রেফারি নারায়ণ চন্দ্র মোদক, বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ও সমাজসেবী তারকনাথ সাহা, সংখ্যা লঘু সেলের ব্লক সভাপতি মীর পারভেজ উদ্দিন, শিক্ষক মৃন্ময় ঘোষ, গন্তার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুপ্রভাত ঘোষ, লাইব্রেরীয়ান অজয় মজুমদার, প্রাক্তন শিক্ষক সুশীল কুমার ঘোষ, গন্তার মেমোরিয়াল ক্লাবের সভাপতি কুমুদরঞ্জন সাহা, সম্পাদক সৌমিত্র চ্যাটার্জী, সদস্য ভবানীপ্রসাদ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। চ্যাম্পিয়ন টিমকে নগদ ৩০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স টিমকে ২৫ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়।