|
---|
নিজস্ব সংবাদদাতা, রায়দিঘি : শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভা কেন্দ্রের কুমড়াপাড়া অঞ্চলে দিদিকে বল প্রচারে সামিল হলো মথুরাপুর ২ নং ব্লকের যুব তৃণমূল সভাপতি উদয় হালদারl নতুন যুব সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি এলাকায় জণসংযোগে ধ্যান দিয়েছেন বলে জানা যাচ্ছে। তিনি এলাকায় জাচ্ছেন এবং মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন। এদিন তার সঙ্গে ছিলেন প্রধান জয়দেব মান্না, কর্মাধ্যক্ষ জ্ঞান রঞ্জন মজুমদার, যুব সেক্রেটারি সুশান্ত নস্কর, তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি অর্ধেন্দু মণ্ডল সহ এক ঝাক তরুণ নেতৃত্ব l এদিন তিনি এলাকায় যাওয়ার পর ওই পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দারা ক্ষোভের সাথে জানান দীর্ঘদিন ধরে সুন্দরবন উন্নয়ন পর্ষদের একটি রাস্তা তৈরি না হয়ে পড়ে রয়েছে, পাশাপাশি অন্যান্য রাস্তার হাল খুবই খারাপ l এর পরিপ্রেক্ষিতে মথুরাপুর ২ ব্লকের যুব তৃণমূল সভাপতি উদয় হালদার বলেন, সাধারণ মানুষের প্রচুর ভাবে সাড়া পেয়েছি, রাস্তা সারানোর জন্য যা যা করার দরকার তা তিনি করবেন। বর্তমানে বিধায়ক এলাকায় না থাকায় তিনি এই সমস্যার কথা জেলা পরিষদ সদস্য শান্তনু বাপুলীর কাছে পৌছে দেবেন। এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলবেন।