রাজ্য সরকারের কর্মীদের জন্য সুখবর, বেতন কমিশনের সুপারিশ মেনে বেসিক পে বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক : পুজোর আগে সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে ন্যূনতম বেসিক পে-র অঙ্ক বৃদ্ধির ঘোষণা করলেন তিনি, যা বেড়ে দাঁড়াল ১৭৯৯০ টাকা। আগে এই বেসিক পে ছিল ৭ হাজার টাকা। গ্র্যাচুইটির অঙ্ক ৬ লক্ষ থেকে বেড়ে ১০ লক্ষ টাকা হচ্ছে। শুক্রবার নেতাজি ইনডোরে রাজ্য সরকারি কর্মচারীদের এক অনুষ্ঠান থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো।

    রিপোর্ট অনুযায়ী, পুরনো পে স্কেল অনুযায়ী ব্যান্ড পে, গ্রেড পে তুলে দেওয়া হচ্ছে। বদলে ডিএ এবং পে কমিশনের সুপারিশ করা অঙ্ক একসঙ্গে জুড়ে নতুন বেতন কাঠামো তৈরি হবে। এরপর হাউস রেন্ট, মেডিক্যাল ভাতার বিষয়টি পরে ভেবে দেখবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন বেতন কমিশনের সুপারিশ মঞ্জুর করতে রাজ্য সরকারের অতিরিক্ত ১০ হাজার কোটি টাকা খরচ হবে বলেও তিনি জানান।

    এই প্রসঙ্গে তিনি পূর্বতন বাম সরকারের সমালোচনা করে অভিযোগ তুলেছেন যে ২০০৬ সালে আগের বেতন কমিশনের রিপোর্ট জমা পড়ার পরবর্তী ২ বছরেও তা কার্যকর হয়নি।

    এদিনের অনুষ্ঠান থেকে পেনশন নিয়েও কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। পেনশনের বদলে যে কনট্রিবিউটারি পেনশন অর্থাৎ কর্মীর জমানো টাকার নির্দিষ্ট হারের সঙ্গে সমহারে কেন্দ্র টাকা দেওয়ার যে নতুন পদ্ধতি শুরু হয়েছে, তার তীব্র নিন্দা করেন তিনি। বলেন, ‘দেশের মধ্যে বাংলাতেই একমাত্র পেনশন চালু আছে। অনেকে বলেছিল, বন্ধ করে দিন। তাহলে আমার ৫ থেকে ৬ হাজার কোটি টাকা বাঁচত। কিন্তু আমি কর্মীদের দিকে তাকিয়ে তা করিনি।’ কেন্দ্রের বহু জনবিরোধী নীতির প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ২৩ তারিখ তাঁদের নিয়ে আলোচনার কথা ঘোষণা করেন তিনি।