|
---|
নতুন গতি: হিংসা দাঙ্গা লাগানোর ওস্তাদ বিজেপি নেতারা। তার আবার প্রমাণ দিলো বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। যিনি সর্বদা বেফাঁস, সাম্প্রদায়িক উস্কানি মন্তব্যের জন্য সংবাদের শিরোনামে থাকেন । শনিবার রামনবমী পালন নিয়ে একটি সংবাদ মাধ্যমে দিলীপ ঘোষ বলেন, ‘রামের নামে মিছিলে হাতে অস্ত্র থাকবে না তো কি লাড্ডু থাকবে?’ স্বাভাবিক ভাবেই বিজেপি নেতার এমন মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির অস্ত্র নিয়ে মিছিল করার এমন মন্তব্য হিংসায় ইন্ধন দিতে পারে।রাজ্যে গেরুয়া শক্তি বিস্তার করতে বিজেপি রামনবমীকে হাতিয়ার করেছিল আগেই। রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল থেকে ভীতি প্রদর্শন করা হতে পারে বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য ২০১৮ সালে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে আসানসোলে দাঙ্গা সঙ্ঘটিত হয়েছিল। আসানসোলের নুরানী মসজিদের ইমাম ইমদাদুল্লাহ রশিদির ১৬ বছরের ছেলে খুন হয়েছিল। ছেলে খুন হয়ে যাওয়ার পর এলাকাবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে সর্বভারতীয় স্তরে কার্যত শান্তির মুখ হয়ে উঠেছিলেন ইমাম। সেই সাম্প্রদায়িক হিংসায় নাম জড়িয়েছিলো তৎকালীন বিজেপি সাংসদ, বর্তমানে তৃণমূল নেতা বালিগঞ্জ উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। দিলীপবাবুর এমন হুংকার বাংলায় নতুন করে অশান্তি জাগিয়ে তুলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।