|
---|
নিজস্ব সংবাদদাতা; হলদিয়া: কার্যত বৃষ্টির জলে ডুবে গেল পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার চৈতন্যপুরে শুরু হওয়া “সংহতি উৎসব” ময়দান। আর সেই জল তড়িঘড়ি করে মেশিন দিয়ে ছিঁচে বের করতে উদ্যোগ নিল উৎসব কমিটি।
গত ২০শে ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই “সংহতি উৎসব”। এই বৃষ্টির ফলে ডুবে গিয়েছে দোকানপাট। মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। যে টাকা দিয়ে মেলা কমিটির থেকে ব্যবসা করার স্টল নিয়েছিলেন, তারা সেই টাকা তুলতে পারলেন না। প্রতি বছর চাষের জমিতেই এই উৎসব ময়দান গড়ে ওঠে। আর বৃষ্টির ফলে যথারীতি কাদায় পরিপূর্ণ হয়ে ওঠা এই মেলা ময়দানে নামছেন না কেউই। দিন বাড়িয়ে পুনরায় মেলা সেজে ওঠে কিনা, সেই অপেক্ষায় রয়েছেন এলাকাবাসীরা।