|
---|
সেখ আজফার হোসেন, বাঁকুড়া :২৮শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বাঁকুড়া জেলা পুলিশের উদ্যেগে ও ইন্দাস থানা পুলিশের পরিচালনায় অনুষ্ঠিত হল রক্তদান কর্মসূচি” উৎসর্গ” ও “শারদ সম্মান ২০১৮” পুরস্কার প্রদান অনুষ্ঠান। ইন্দাস থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে এবং ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ রবিউল হোসেন।২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিধায়ক ও ব্লক সভাপতির সম্পর্ক ছিল সাপে- নেউলে । বিধানসভা নির্বাচনের পর দূরত্ব আরো বেড়েছে। দলের মিটিং মিছিলেও দু জনকে একসাথে দেখা যায় না। কয়েক দিন আগে রাজ্য নেতৃত্বের মধ্যস্থতায় সম্পর্কের পারদ কিছুটা হলেও কমতে শুরু করেছে বলে রাজনৈতিক মহলের অনেকের ধারণা।আজ একই মঞ্চে দুই নেতার উপস্থিতি তার প্রমাণ । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক উন্নয়ন আধিকারিক মানসী ভদ্র, ইন্দাস থানার ওসি বিদ্যুৎ পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন, বিশিষ্ট সমাজ সেবক বিশ্বনাথ ঘোষ, নিমাই মহন্ত প্রমুখ।
উল্লেখ্য, ব্লকের বিভিন্ন দূর্গা পূজা কমিটির মধ্য থেকে ১২ টি পূজা কমিটির কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন ইন্দাস ব্লক উন্নয়ন আধিকারিক মানসী ভদ্র ও থানার ওসি বিদ্যুৎ পাল।
এদিন রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন ইন্দাস থানার পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স ও এলাকার সাধারণ মানুষ। এদিন ১৮০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে বাঁকুড়া জেলা মেডিকেল কলেজ হসপিটালের ব্লাড ব্যাংক টিম।