“সাগর বাঁচান, আর্জি সেশেলস’ প্রেসিডেন্টের

    শরিফুল ইসলাম, নতুন গতি : সাগর থেকে সাগর রক্ষার আবেদন করলেন সেশেলসের প্রেসিডেন্ট ড্যানি ফওরে l

    বিশ্ব-উষ্ণায়নের পাশাপাশি প্লাস্টিক সহ নানাবিধ বর্জ্যের ক্রমাগত বৃদ্ধির দরুন সংকটের মুখে মানব সভ্যতা l
    দেশ- কাল প্রেক্ষিত ভেদে প্রকৃতি প্রেমী বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিগত উদ্যোগে ‘প্রকৃতি বাঁচাও’ এই দাবিকে কে সামনে রেখে পাল্লা দিয়ে চলছে জনসচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচি, সতর্কীকরণ, নানা আন্দোলনে l
    চূড়ান্ত প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে নিস্তার পেতে এই আন্দোলনে জড়িয়ে পড়ছেন পথবাসি থেকে শুরু করে প্রাসাদবাসিওl

    নিকট সম্প্রতি ব্রিটিশ নেতৃত্বাধীন সমুদ্র বিজ্ঞানীদের একটি প্রতিনিধি দল ভারত মহাসাগরের গভীরতা মাপার কাজে নেমেছেন l রোববার, চোদ্দোই এপ্রিল, সেই অভিযান পরিদর্শনকালে দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট ছাপান্ন বর্ষীয় ড্যানি সেখান থেকেই তাঁর প্রথম আন্ডার ওয়াটার ভাষণে ‘সাগর বাঁচাও’ – এর দৃঢ় আবেদন টি রাখেনl

    প্রেসিডেন্ট তাঁর আবেগঘন বক্তব্যে সাগর কে পৃথিবীর হৃৎপিণ্ড’র সঙ্গে তুলনা করে বললেন, ” সাগর হলো সেই নীল হৃপিন্ড যে পৃথিবীর বুকে প্রতিনিয়ত ধুক ফুক করে চলেছেl প্রতিদিন আমাদের নিরবিচ্ছিন্ন অনাচারে ধুঁকছে এখন সেl”
    সমুখ বিপদের বার্তা দিয়ে তিনি সতর্ক করেন এই বলে, ” ভবিষৎ প্রজন্মের হাতে ছেড়ে না রেখে এখনই সমুদ্রের এই ভয়াবহ হাল ফেরানর দরকারl”