পুলিশ দিয়ে ভোট করাবে তৃণমূল, মানুষ রুখে দাঁড়াবেঃ মেমারির জনসভা থেকে মিনাক্ষীর হুংকার

নূর আহমেদ, মেমারি : ৩ জুলাই,সোমবার মেমারি নতুন বাসষ্ট্যান্ডে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মেমারি ১ ব্লকের ১০টি অঞ্চলের সিপিআইএমের পঞ্চায়েত প্রার্থী, পঞ্চায়েত সমিতির প্রার্থী ও জেলা পরিষদের প্রার্থীদের সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়। এই সভাতে সভাপতিত্ব করেন অভিজিত কোঙার। বক্তব্য রাখেন জেলা নেতা সনত ব্যানার্জী। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের তিনজন প্রার্থী চাঁদ কিস্কু, রণজিত চক্রবর্তী, লক্ষ্মী হেমরম, প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, সন্ধ্যা ভট্টাচার্য্য। সভা শুরু আগে মঞ্চে জ্যোতি বসু সেন্টার অফ সোস্যাল স্টাডিজে ২০ হাজার টাকা ও গণশক্তি তহবিলে ১০ হাজার টাকা পার্টি নেত্রী তথা বিধায়িকা সন্ধ্যা ভট্টাচার্য্য প্রধান বক্তা মিনাক্ষী মুখার্জীর হাতে তুলে দেন।

    রাজ্য কমিটির সদস্যা মিনাক্ষী মুখার্জী তার বক্তব্যে বলেন, এবার যদি তৃণমূল মনে করে পুলিশ দিয়ে ভোট করাবে, মানুষ রুখে দাঁড়াবে এই পঞ্চায়েত ভোটে। লুটেরা তৃণমূল ১০০ দিনের কাজের টাকা মেরেছে, কাটমানি খেয়েছে, মানুষের রক্ত চুষে খেয়েছে। এই তৃণমূলকে খেটে খাওয়া মানুষ আর বিশ্বাস করে না। বিজেপি-তৃণমূলের আঁতাত করেছে আর কেন্দ্রীয় বাহিনী আনার নাম করে মানুষকে ভয় দেখাচ্ছে কিন্তু মানুষ আর ভয় পাবে না। মানুষ জাগছে, ভোট দেবে কিন্তু সেই ভোটকে রক্ষা আমাদেরই করতে হবে। তিনি আরও বলেন রাজ্যে তৃণমূল সরকার দুর্নীতিতে ডুবে আছে। পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এখন সে চাকরীও গেছে হাইকোর্টের নির্দেশে। আর কলকারখানা তৃণমূলের তোলাবাজিতে বন্ধ হয়ে গেছে।

    ফটো ক্যাপশন – সোমবার মেমারি নতুন বাসষ্ট্যান়্ড জনসভায় বলছেন মীনাক্ষী মুখার্জী ও জনসভার একাংশ।