পঞ্চায়েত নির্বাচনে বৃক্ষ রোপনের বার্তা দিচ্ছেন বাগনানের গাছ কাকু চন্দ্রনাথ বসু।

লুতুব আলি, নতুন গতি : হাওড়ার বাগনানের ভূমিপুত্র চন্দ্রনাথ বসু বৃক্ষরোপনের বার্তা দিতে পঞ্চায়েত নির্বাচনের সন্ধিক্ষণে রাজপথে নামলেন। চন্দ্রনাথ বসু একজন দক্ষ সংগঠক। অনুষ্ঠান করানোর নিরিখে তিনি পশ্চিমবঙ্গ তো বটে সমগ্র ভারতের প্রথম স্থান শাড়িতে অবস্থান করছেন। প্রায় প্রতিদিনই তিনি নিজের জেলা হাওড়া ছাড়াও ত্রিলোত্তমা কলকাতাতে বিশেষ দিন, জাতীয় দিন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সূচনার পূর্বে অতিথিদের বৃক্ষ শিশু প্রদান করে থাকেন। কেবল হাওড়া জেলা নয় সমগ্র পশ্চিমবঙ্গে চন্দ্রনাথ বসু গাছ কাকু নামে পরিচিতি ঘটাতে সক্ষম হয়েছেন। ত্রিস্তরীয় দশম পঞ্চায়েত নির্বাচনে নতুন ভোটারসহ সাধারণ ভোটারদের গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন। পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, পঞ্চায়েত নির্বাচন হোক পরিবেশবান্ধব। দূষণের ফলে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। যথেচ্ছ ভাবে গাছ কাটা বন্ধ করতে হবে এবং বৃক্ষরোপণকে সামাজিক বৃক্ষরোপণ হিসাবে গড়ে তুলতে হবে। ৩ জুলাই বাগনানের সমষ্টি উন্নয়ন কার্যালয়ের অফিসে পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে যাদেরকে বৃক্ষ শিশু প্রদান করা হয় তারা হলেন বাগনানের পুলিশ আধিকারিক বিধান বাবু, জেলা পরিষদ প্রার্থী মানস কুমার বসু, কবি ধ্রুবব্রত দত্ত, রঞ্জনা গুহ, তিতলি রায়, কলেজ ছাত্রী পৌলোভী মিশ্র। বিশিষ্ট ব্যক্তিত্ব সৈকত খাড়া, কৃষ্ণেন্দু হাইত, আজিজুল বেগ প্রমুখরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।