বেহাল একটি রাস্তার নতুন করে সংস্কার করা নিয়ে বিতর্ক রশিকপুরে

মালদা , ১২  ডিসেম্বর: বেহাল একটি রাস্তার নতুন করে সংস্কার করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে গাজোল ব্লকের গাজোল ২ গ্রাম পঞ্চায়েতের পাঁচপাড়া এলাকায় রশিকপুরে ।  যেখান থেকে রাস্তার মাপ ধরে কাজ শুরু করার কথা, সেখানে থেকে খানিকটা অংশ বাদ দিয়ে ঠিকাদার সংস্থা এই কাজ শুরু করেছে বলে গ্রামবাসীদের বক্তব্য। কিন্তু সম্পূর্ণ রাস্তার অংশজুড়েই কাজ শুরু করার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। কিন্তু জেলা পরিষদের অন্তর্গত ঠিকাদার সংস্থা আড়াইশো মিটার অংশ বাদ দিয়ে রাস্তার কাজ শুরু করাতে ক্ষিপ্ত গ্রামবাসীরা সেই কাজ বন্ধ করে দিয়েছে। যা নিয়ে চরম করে অসন্তোষ তৈরি হয়েছে গাজলের পাঁচপাড়া রশিকপুর এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় জেলা পরিষদের পক্ষ থেকে নতুন কংক্রিট ঢালাই রাস্তার কাজ শুরু করার কথা। কিন্তু সেই রাস্তাটি শুরু করার মুহূর্তেই আড়াইশো মিটার অংশ বাদ দিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ। কেন সেই অংশ বাদ দেওয়া হল , তা নিয়েই গ্রামবাসীরা প্রতিবাদ করেছেন। যদিও এব্যাপারে ঠিকাদারি সংস্থার কোন মন্তব্য বা গ্রামবাসীদের সদুত্তর দিতে পারে নি। যার কারণে ওই রাস্তার কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। বিষয়টি সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত কর্তৃপক্ষ খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে।